Lal Bahadur Shastri

শাস্ত্রীতে টক্কর মোদী-রাহুলের

কংগ্রেসের রাহুল গাঁধী টুইট করেন ওভারটাইম নিয়ে সুপ্রিম কোর্টের গত কালের নির্দেশ উল্লেখ করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:৩০
Share:

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার টুইট করেছেন, “লালবাহাদুর শাস্ত্রীজি ছিলেন সাদাসিধে ও দৃঢ়। সরলতার প্রতীক। জীবন উৎসর্গ করেছিলেন দেশের কল্যাণে।” ঘণ্টা কয়েক পরেই কংগ্রেসের রাহুল গাঁধী টুইট করেন ওভারটাইম নিয়ে সুপ্রিম কোর্টের গত কালের নির্দেশ উল্লেখ করে। যেখানে বলা হয়েছে, শ্রমিকেরা দেশের আর্থিক কর্মকাণ্ডের মেরুদণ্ড। ওভারটাইম থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না। সঙ্গে মোদী-প্রচারিত আত্মনির্ভরতার স্লোগানকে কটাক্ষ করে লিখেছেন, “এই দেশের শ্রমিক-কৃষকদের পরিশ্রম আত্মনির্ভরতার সবচেয়ে বড় উদাহরণ। নিজের পরিশ্রমের রোজগার মর্যাদার সঙ্গে পাওয়া উচিত তাঁদের।” লালবাহাদুরের স্লোগান ছিল, ‘জয় জওয়ান জয় কিসান’। টুইটের শেষে সেই স্লোগানকে আর একটু প্রসারিত করে রাহুল লেখেন, ‘জয় শ্রমিক জয় জওয়ান জয় কিসান।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement