শরৎ সাহিত্যের উপর বই প্রকাশ হল শিলচরে। গোলদীঘি মলের বাতায়নে বইটির আবরণ উন্মোচন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি তৈমুর রাজা চৌধুরী। ‘শরৎ সাহিত্যে নারীব্যক্তিত্বঃ প্রতিষ্ঠা ও পরিণতি’ বইটির লেখিকা গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা দত্ত দাস। তৈমুরবাবু তাঁর বক্তৃতায় শরৎচন্দ্রের শিলচর আসার প্রসঙ্গ উল্লেখ করেন। ১৯২৬ সালে সুরমা উপত্যকা ছাত্র সংস্থার তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তিনি।