একাধিক বার ধর্ষণে ফাঁসির সাজা বহাল

২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের ঘটনাকে ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড়ের মধ্যে আইন সংশোধন করে ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৬ ই ধারাকে যোগ করা হয়। এই ধারা অনুযায়ী, একাধিক বার ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামিদের সারা জীবন জেলে কাটাতে হবে। মৃত্যুদণ্ডও হতে পারে তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০৪:৫৩
Share:

একাধিক বার ধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল বম্বে হাইকোর্ট। এ ব্যাপারে বর্তমান আইনকে সাংবিধানিক ভাবে বৈধ ঘোষণা করে মুম্বইয়ের শক্তিমিল গণধর্ষণ মামলায় তিন জন দোষী সাব্যস্তের আর্জি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Advertisement

২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের ঘটনাকে ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড়ের মধ্যে আইন সংশোধন করে ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৬ ই ধারাকে যোগ করা হয়। এই ধারা অনুযায়ী, একাধিক বার ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামিদের সারা জীবন জেলে কাটাতে হবে। মৃত্যুদণ্ডও হতে পারে তাদের।

এই আইনের ভিত্তিতেই মুম্বইয়ের শক্তিমিল গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত তিন জনের ফাঁসির সাজা হয় ২০১৪ সালে। অভিযোগ ছিল, ২০১৩ সালের ২২ অগস্ট পরিত্যক্ত শক্তিমিলের ভিতরে ২২ বছর বয়সি এক চিত্র সাংবাদিককে ধর্ষণ করেছিল তারা। কয়েক মাস আগে ওই জায়গাতেই ১৮ বছর বয়সি এক জন টোলিফোন অপারেটরকেও তারা ধর্ষণ করে। নির্ভয়ার ঘটনার জেরে আইনে বদল হওয়ায় প্রথম বার শক্তিমিল মামলাতেই দেষীদের ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত।

Advertisement

নতুন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে গিয়েছিল দোষী সাব্যস্তরা। তবে বম্বে হাইকোর্টে বিচারপতি বি পি ধর্মাধিকারী ও বিচারপতি রেবতী মোহিত দেরের ডিভিশন বেঞ্চ তাদের ওই আবেদন আজ খারিজ করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement