Bomb Scare at Taj Mahal

তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্ক পর্যটকদের মধ্যে, তড়িঘড়ি তল্লাশি পুলিশের

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, ‘‘পর্যটন দফতরে ইমেলে হুমকিবার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:

তাজমহলে বোমাতঙ্ক। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে তল্লাশি পুলিশের। ফাইল চিত্র।

তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। মঙ্গলবার রাজ্যের পর্যটন দফতরে ইমেলে হুমকিবার্তা আসতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তাজমহলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়ো ইমেল ছিল।

Advertisement

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, ‘‘পর্যটন দফতরে ইমেলে হুমকিবার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’’ হুমকিবার্তা আসার পরই তাজমহলে পৌঁছয় বম্ব স্কোয়াড, দমকল এবং পুলিশ। ডগ স্কোয়াডকেও খবর দেওয়া হয়। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে তাজমহলে তল্লাশি চালানো হয়।

এসিপি জানিয়েছেন, ইমেলে যে হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই অনুযায়ী কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে এই ইমেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজ্যের পর্যটন দফতরের সহ-অধিকর্তা দীপ্তি বৎস জানিয়েছেন, হুমকিবার্তা পাওয়ার পরই আগরা পুলিশকে বিষয়টি জানানো হয়। তার পরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ করে।

Advertisement

দেশের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনও স্কুলে, কখনও কলেজ এমনকি হোটেলেও হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় জুড়ল তাজমহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement