‘ইন্ডিগো’র ১০ বিমানে বোমা, হুমকি ফোন দিল্লি বিমানবন্দরে, জোর তল্লাশি

এ বার হুমকি টেলিফোন এল দিল্লি বিমানবন্দরে। ভারতের বেসরকারি বিমান সংস্থা ‘ইন্ডিগো’র দফতরে। জানানো হয়েছে, ‘ইন্ডিগো’র দশটি বিমানে রাখা রয়েছে তরতাজা বোমা। রাখা রয়েছে শক্তিশালী বিস্ফোরকও। সেগুলি যে কোনও সময় ফেটে গিয়ে ঘটাতে পারে বড় ধরনের বিস্ফোরণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৭:৫৫
Share:

এ বার হুমকি টেলিফোন এল দিল্লি বিমানবন্দরে।

Advertisement

ভারতের বেসরকারি বিমান সংস্থা ‘ইন্ডিগো’র দফতরে।

জানানো হয়েছে, ‘ইন্ডিগো’র দশটি বিমানে রাখা রয়েছে তরতাজা বোমা। রাখা রয়েছে শক্তিশালী বিস্ফোরকও। সেগুলি যে কোনও সময় ফেটে গিয়ে ঘটাতে পারে বড় ধরনের বিস্ফোরণ।

Advertisement

চেন্নাইয়ে ‘ইন্ডিগো’র কল সেন্টারে ওই হুমকি টেলিফোন আসার পর পরই দিল্লি বিমানবন্দরে ‘ইন্ডিগো’র বিমানগুলিতে শুরু হয়ে গিয়েছে জোর তল্লাশি। গোটা বিমানবন্দর আর তার আশপাশের বড় একটা এলাকায় জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন- ব্রাসেলসের আত্মঘাতী জঙ্গিরা দুই ভাই! চিহ্নিত হল তৃতীয় জঙ্গিও

শ্রীনগর থেকে জম্মু হয়ে সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ‘ইন্ডিগো’র একটি বিমানের। বিমানটি নামার সঙ্গে সঙ্গেই তাতে জোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বস্তুত, ব্রাসেলসে জঙ্গি হামলার ঘটনার পর একের পর এক হুমকি টেলিফোন আসতে শুরু করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থাগুলির দফতরে দফতরে।

গত কাল হুমকি টেলিফোন এসেছিল জেট এয়ারওয়েজের দফতরে। সেই ফোনে বলা হয়, জেট এয়ারওয়েজের পাঁচটি বিমানে তাজা বোমা রাখা রয়েছে। রাখা রয়েছে শক্তিশালী বিস্ফোরকও। এর পর জোর তল্লাশি চালানো হয় জেট এয়ারওয়েজের বিমানগুলিতে। তবে কিছু পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement