Bihar

Bihar dead: পায়ে দড়ি বেঁধে টানা হল দেহ, বিহার পুলিশের কাণ্ডে বিতর্ক

রাস্তার ধারে পড়ে ছিল দেহ। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের লোক এসে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় দেহ। বিহারের ঘটনায় সমালোচনার ঝড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ২৩:০৬
Share:

প্রতীকী ছবি।

পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটি মৃতদেহ। যাঁরা নিয়ে যাচ্ছেন, তাঁরা পুলিশের লোক। ভিডিয়ো এখন ভাইরাল। বিহারের বেগুসরাইয়ের ঘটনা দেখে স্তম্ভিত নেটাগরিকরা। পুলিশের সংবেদনশীলতা নিয়ে উঠল প্রশ্ন।

Advertisement

বৃহস্পতিবারের ঘটনা। বিহারের বেগুসরাইয়ে রাস্তার পাশে পড়েছিল একটি দেহ। এখনও শনাক্ত করা যায়নি। চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় লাখো থানার পুলিশকে।

পুলিশের লোকজন এসে দেহটির পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ট্রাকে তোলেন। তার পর সেই ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে গিয়ে তোলা হয় স্ট্রেচারে। যদিও এই পুরো সময়ে মৃতদেহটি কেউ স্পর্শ করতে চায়নি। হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, দেহটি কামড়েছিল কুকুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement