National News

বাজপেয়ীর চিতাভস্ম ভাসাতে গিয়ে নৌকা উল্টো জলে পড়লেন বিজেপি নেতারা!

নৌকায় উঠে চিতাভস্ম ভাসাতে গিয়েই বিপত্তি বাধে। অধিকাংশ নেতারা নৌকার এক দিকে চলে যাওয়ায় উল্টে যায় নৌকাটি।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ১৩:৫৭
Share:

ভিডিও থেকে নেওয়া ছবি।

বাজপেয়ীর চিতাভস্ম ভাসাতে গিয়ে উল্টে গেল নৌকা। প্রাণে বাঁচলেও আক্ষরিক অর্থেই নাকানি-চোবানি খেলেন সাংসদ, বিধায়ক-সহ বিজেপি নেতারা। ঘটনা উত্তরপ্রদেশের বস্তি এলাকার। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে বিজেপি নেতাদের উদ্ধার করেন।

Advertisement

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম ভাসানোর কর্মসূচি চলছে দেশ জুড়ে। শনিবারও বেশ কয়েকটি রাজ্যে অস্থিকলস বিসর্জন দেওয়া হয়। উত্তরপ্রদেশের বস্তি এলাকায় একটি নদীতে একই কর্মসূচি ছিল। সেই উপলক্ষে সন্ধ্যায় ওই নদীর ধারে জড়ো হন দলের নেতা-নেত্রীরা।

আগে থেকেই একটি নৌকা ভাড়া করা হয়েছিল দলের পক্ষ থেকে। নৌকায় উঠে চিতাভস্ম ভাসাতে গিয়েই বিপত্তি বাধে। অধিকাংশ নেতারা নৌকার এক দিকে চলে যাওয়ায় উল্টে যায় নৌকাটি। সে সময় নৌকায় ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি রাম ত্রিপাঠি, সাংসদ হরিশ দ্বিবেদী, বিধায়ক রাম চৌধুরী-সহ স্থানীয় বিজেপি নেতারা। ছিলেন জেলা পুলিশ সুপার দিলীপ কুমারও।

Advertisement

দেখুন ভিডিও

আরও পড়ুন: দরজা খুলতেই হারানিধি! কে ফেরালো ৩৫ বছর আগে চুরি যাওয়া গাড়ি!

আরও পড়ুন: রামে অটল বিজেপি

দুর্ঘটনার জেরে তাঁরা প্রায় সকলে জলে পড়ে যান। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা প্রায় সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন বিজেপি নেতাদের। জেলাশাসক রাজ শেখর জানিয়েছেন, নদীর পাড়েই দুর্ঘটনা ঘটেছে। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পুলিশকর্মীরা ঝঁপিয়ে পড়ে উদ্ধার করেছেন বিজেপি নেতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement