National news

ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস পাইপ ফেটে মৃত অন্তত ৯

ভিলাইয়ে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।

Advertisement

সংবাদ সংস্থা

ভিলাই শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৪:০৮
Share:

ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ। ছবি: স্টিল প্ল্যান্টের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

ভিলাই স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের রাইপুর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলাইয়ের স্টিল প্ল্যান্ট রয়েছে। এ দিন সেই প্ল্যান্টের কোক ওভেনের সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনেই পুড়ে মৃত্যু হয়েছে তাঁদেরই ৯ জনের। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কী কারণে বিস্ফোরণ হল তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জখমদের চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয়, তাও দেখথেন তাঁরা।

Advertisement

এর আগে ২০১৪ সালে জুনে একই ভাবে বিস্ফোরণ হয়েছিল ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে। তখনও ৬ জন মারা গিয়েছিল।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্থা, রণক্ষেত্র ঢাকুরিয়ার বিনোদিনী স্কুল, গ্রেফতার শিক্ষক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement