Delhi Blast

এসেছিল ফোন! দিল্লির পিভিআর কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ, পুলিশ আর দমকল পৌঁছেছে ঘটনাস্থলে

দিল্লির প্রশান্ত বিহারে পিভিআর কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী থেকে বিস্ফোরণ, কোনও নাশকতামূলক ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১২:৪৬
Share:

ঘটনাস্থলে পুলিশ ও দমকল। ছবি: পিটিআই।

দিল্লির প্রশান্ত বিহারে পিভিআর কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ হয়েছে। পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। কী থেকে বিস্ফোরণ, কোনও নাশকতামূলক ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির প্রাথমিক খবর এখনও মেলেনি। তবে সংসদের অধিবেশন চলাকালীন রাজধানী দিল্লিতে এই ঘটনায় চাঞ্চল্য এবং উদ্বেগ ছড়িয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানা-প্রাচীরের সামনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে পাউডার জাতীয় কিছু পদার্থ মিলেছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মাসখানেক আগেও প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই বিস্ফোরণে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল মাত্র। হতাহতের কোনও খবর মেলেনি। সে বারও বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডার উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, সেই একই জিনিসই মিলেছে পিভিআর সিনেমা হলের কাছের ঘটনাস্থল থেকে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেলার দিকে পুলিশের কা‌ছে একটি ফোন গিয়েছিল বিস্ফোরণ নিয়ে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে বিস্ফোরণের খবর পায় দমকল। তার পরেই তারা ঘটনাস্থলে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement