দু’রাজ্যের নির্বাচনে বিজেপির অস্ত্র ৩৭০

সুনীল অরোরা বলেন, ‘‘৩৭০ অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্তটি সংসদে নেওয়া হয়েছে। কেবল সুপ্রিম কোর্টেই তা চ্যালেঞ্জ করা যায়।’’ বিরোধীরা মনে করছেন, ওই কথা বলে মুখ্য নির্বাচনী কমিশনার বুঝিয়ে দিতে চেয়েছেন এ নিয়ে প্রচার হলে তাতে কমিশনের কোনও আপত্তি থাকবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

দু’রাজ্যের নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ। লোকসভা নির্বাচনের সময়ে বালাকোট হামলা বা ভারতীয় সেনাদের প্রসঙ্গে প্রচারের মঞ্চ থেকে কিছু বলা যাবে না বলে ফরমান জারি করেছিল নির্বাচন কমিশন। তা সত্ত্বেও নরেন্দ্র মোদী-অমিত শাহের মতো শীর্ষ বিজেপি নেতারা তা নিয়ে প্রচার করেছিলেন। শনিবার কমিশন কর্তাদের কাছে জানতে চাওয়া হয়, অনুচ্ছেদ রদ সংক্রান্ত প্রচারে কোনও নিষেধাজ্ঞা জারির কথা কি ভাবা হচ্ছে?

Advertisement

সুনীল অরোরা বলেন, ‘‘৩৭০ অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্তটি সংসদে নেওয়া হয়েছে। কেবল সুপ্রিম কোর্টেই তা চ্যালেঞ্জ করা যায়।’’ বিরোধীরা মনে করছেন, ওই কথা বলে মুখ্য নির্বাচনী কমিশনার বুঝিয়ে দিতে চেয়েছেন এ নিয়ে প্রচার হলে তাতে কমিশনের কোনও আপত্তি থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement