অপশাসনই ফের তুলে ধরতে চায় বিজেপি

যাদবকুলের মুষলপর্বে ঢাকা পড়ে গিয়েছে অখিলেশ যাদব সরকার ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ, গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। বিধানসভা ভোটের আগে সেই অভিযোগগুলিকেই ফের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে ফিরিয়ে আনতে চাইছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০৩:১২
Share:

যাদবকুলের মুষলপর্বে ঢাকা পড়ে গিয়েছে অখিলেশ যাদব সরকার ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ, গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। বিধানসভা ভোটের আগে সেই অভিযোগগুলিকেই ফের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে ফিরিয়ে আনতে চাইছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

মুলায়ম সিংহ যাদবের চিত্রনাট্য মেনেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলেছে বলে গোড়া থেকে দাবি বিজেপি-র। দলীয় নেতৃত্ব কবুল করছেন, গত কয়েক মাস ধরে ওই কলহই প্রচারের সব আলো কেড়ে নিয়েছে। ফলে অখিলেশের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগগুলিই আড়ালে চলে গিয়েছে। বিজেপি নেতাদের মতে, নির্বাচন কমিশন পর্যন্ত বিষয়টি গড়িয়ে নেতাজি অখিলেশের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে পেরেছেন। তেমনই সমাজবাদী পার্টির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে দূরে সরিয়ে রেখে অখিলেশের ভাবমূর্তিতেও শান দিয়েছেন। এখন অখিলেশ আগের থেকে আরও শক্তিশালীই নন, তাঁর প্রতি সহানুভূতিও আরও প্রবল।

এই পরিস্থিতিতে বিপাকে পড়ে বিজেপি কৌশল বদলাতে চাইছে। অমিত শাহের ঘনিষ্ঠ নেতা ও দলের জাতীয় সচিব শ্রীকান্ত শর্মা বলেন, ‘‘এত দিন দুর্নীতি, অপরাধ, গোষ্ঠী সংঘর্ষ দেখেছেন উত্তরপ্রদেশবাসী। নেতাজি-শিবপালরা যে ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, তা দেখেও মুখ্যমন্ত্রী অখিলেশ চুপ ছিলেন।’’ শ্রীকান্তের কথায়, ‘‘অখিলেশকে সকলে ‘অর্ধেক মুখ্যমন্ত্রী’ বলেই ডাকতেন। আমরা অপশাসনের কথা প্রচারে তুলে আনব।’’

Advertisement

উত্তরপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর পাঠকও বলেন, ‘‘আসলে মুলায়ম এমন একটি চিত্রনাট্য বানিয়েছিলেন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। গোটা যুদ্ধের পর নেতাজির ইচ্ছে অনুযায়ীই শিবপালের ওজন কমল। অমর সিংহ বাইরে গেলেন। আর মূল মুখ হিসেবে আবির্ভাব হল অখিলেশের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement