বিহারে দল টিকিট বিক্রি করেছে: বিজেপি সাংসদ

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলকে বড়সড় অস্বস্তিতে ফেললেন রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ আর কে সিংহ। টিকিট বিলির ক্ষেত্রে দলীয় কিছু নেতার বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ করলেন বিজেপির ওই নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১২:১১
Share:

বিস্ফোরক আর কে সিংহ। ছবি: টুইটার।

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলকে বড়সড় অস্বস্তিতে ফেললেন রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ আর কে সিংহ। টিকিট বিলির ক্ষেত্রে দলীয় কিছু নেতার বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ করলেন বিজেপির ওই নেতা।

Advertisement

শনিবার এক বৈঠকে রাজ্যের নেতাদের রীতিমতো ভর্ত্‌সনা করলেন আর কে সিংহ। তাঁর দাবি, “বিধানসভা ভোটে বেশ কিছু ক্ষেত্রে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। পুরনো বিধায়কদের টিকিট না দিয়ে তা দেওয়া হয়েছে অপরাধীদেরও। দলের সঙ্গে বহু দিন ধরে যুক্ত একাধিক কর্মীকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু দলে যোগ দেওয়ার আগেই টিকিট পেয়েছেন বে? কিছু দাগী অপরাধী।” এর ফলে রাজ্যে দলের ক্ষতি হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

তবে দলের পাশাপাশি লালু-নীতীশদের মহাজোটকেও এক হাত নিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর মতে, “অপরাধীদের টিকিট দেওয়ার রেওয়াজ রয়েছে বিরোধী শিবিরে। বিজেপিও যদি সেই একই পথে হাঁটে, তা হলে তাদের সঙ্গে বিজেপির পার্থক্য কী থাকল?” এ বিষয়ে রাজ্য বিজেপির অন্যতম নেতা সুশীল মোদীর সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সাংসদরে এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের তরফে সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, “টিকিট দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই মেনে নিয়েছে রাজ্য বিজেপি। এ ক্ষেত্রে দুর্নীতির কোনও প্রশ্নই ওঠে না।”

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন। পাঁচ দফা এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। তার আগে বিজেপি নেতার এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement