BJP

কর্নাটকে মুসলিম ঠিকাদার সংরক্ষণ নিয়ে সরব বিজেপি

সিদ্দারামাইয়া সরকার মন্ত্রিসভার একটি বৈঠকে কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রোকিওরমেন্ট (কেটিপিপি) আইনে সংশোধন করে। বিজেপির দাবি, ওই সংশোধনীতে দু’কোটি টাকা পর্যন্ত টেন্ডারে মুসলিম ঠিকাদারদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৮:৫৫
Share:

— প্রতীকী চিত্র।

কংগ্রেস-শাসিত কর্নাটকে সরকারি প্রকল্পে মুসলিম ঠিকাদারদের ৪% সংরক্ষণের সুবিধা দেওয়ার সমালোচনায় সরব হলেন বিজেপি নেতৃত্ব। দলের বক্তব্য, রাহুল গান্ধীর নির্দেশে এ হল কংগ্রেসের সংখ্যালঘু তোষণের নীতি। ধর্মের ভিত্তিতে সরকারি ঠিকার বরাত দেওয়া যায় না। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের কটাক্ষ, ‘‘তোষণের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পারলে এ বারে ট্রেনের টিকিটেও সংরক্ষণের সুবিধে চাইবেন।’’

Advertisement

গত কাল সিদ্দারামাইয়া সরকার মন্ত্রিসভার একটি বৈঠকে কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রোকিওরমেন্ট (কেটিপিপি) আইনে সংশোধন করে। বিজেপির দাবি, ওই সংশোধনীতে দু’কোটি টাকা পর্যন্ত টেন্ডারে মুসলিম ঠিকাদারদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপির মতে, ওই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব গোটা দেশে পড়ার আশঙ্কা রয়েছে। রবিশঙ্করের মতে, সরকারি চাকরি ও শিক্ষার ক্ষেত্র ছাড়া কোনও ক্ষেত্রেই ধর্মের ভিত্তিতে এ ভাবে সংরক্ষণ দেওয়া যায় না। তাঁর মতে, ‘‘ওই সিদ্ধান্ত সম্পূর্ণ অসংবিধানিক। কংগ্রেস সংরক্ষণের পরিধি বাড়ানোর জন্য অনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। এর পরে তো ট্রেনের টিকিটেও ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাওয়া হবে।’’ বিজেপির অভিযোগ, মূলত রাহুল গান্ধীর নির্দেশেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি থেকে রাজনৈতিক ফায়দা পাওয়া যায় কি না, তা পরীক্ষার জন্য কর্নাটককেই বেছে নিয়েছেন রাহুল।

কর্নাটক সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষণের অভিযোগ নতুন নয়। সিদ্দারামাইয়া এর আগের পর্বে মুখ্যমন্ত্রী থাকাকালীন ওবিসি মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই সেই সংরক্ষণ বাতিল করে দেয়। বিজেপির অভিযোগ, এই ধরনের তোষণের রাজনীতিই অতীতে দেশভাগকে উৎসাহিত করেছিল। রবিশঙ্কর বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সময়ে ছোট ছোট বিষয় যেমন আলাদা বিশ্ববিদ্যালয় নির্মাণ, আলাদা ভোটার তালিকা তৈরি করা শেষ পর্যন্ত দেশভাগকে ডেকে আনে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement