একনাথ শিন্দে। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রিত্বের পরে মন্ত্রিসভার সম্প্রসারণেও কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্দে। সূত্রের মতে, শিন্দের মন রাখতে শিবসেনাকে বাড়তি একটি মন্ত্রক দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপি।
বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে সাত দিন কাটলেও জোটে জটিলতার জন্য মন্ত্রিসভার সম্প্রসারণ শুরু করা সম্ভব হয়নি। গত কাল দিল্লি আসেন দেবেন্দ্র ও শরিক নেতা তথা সরকারের আর এক উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। কিন্তু শিন্দে রয়ে যান মহারাষ্ট্রে। সূত্রের মতে, তাঁর ক্ষোভ যে যায়নি, সেই বার্তা দিতেই তিনি দিল্লি যাননি। গত কাল অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র। অজিত আজ দুপুরে সংসদে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন। তবে এই সফরের সঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্পর্ক নেই এবং তাঁর ও অজিতের দিল্লি আসার কারণ পুরো আলাদা, দাবি দেবেন্দ্রের।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আজ দেবেন্দ্র দাবি করেন, সম্প্রসারণ নিয়ে জটিলতা কেটেছে। কী সমীকরণে জট কাটল, তা অবশ্য বলতে চাননি তিনি। মহারাষ্ট্রের বিধানসভার যা শক্তি, তাতে সর্ব্বোচ্চ ৪৩ জন মন্ত্রী হতে পারেন। প্রথমে ঠিক হয়েছিল বিজেপি থেকে ২২ জন ও শিবসেনা ও এনসিপি থেকে যথাক্রমে ১১ ও ১০ জন মন্ত্রী হবেন। সূত্রের মতে, শিন্দের মনোভাব দেখে তাঁদের জন্য আর একটি মন্ত্রক ছেড়ে দেওয়ার প্রশ্নে নীতিগত ভাবে রাজি হয়েছে বিজেপি।