বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।
বাজেটে শরিকদের তুষ্ট করতে গিয়ে উল্টে ব্যাকফুটে নরেন্দ্র মোদী সরকার। বাজেট নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামলাতে তাই নেতা-মন্ত্রীদের সঙ্গে গোটা দলকেই মাঠে নামতে নির্দেশ দিল বিজেপি।
বিরোধীদের মতে, বাজেটেই স্পষ্ট হয়ে গিয়েছে তৃতীয় মোদী সরকার শরিক-নির্ভর ও দুর্বল। বিরোধীদের ধারাবাহিক আক্রমণের ফলে সেই বার্তা ক্রমশ স্থান করে নিতে শুরু করেছে জনমানসেও। যার ফলে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। জনমানসে ওই ভাষ্য বদলাতে আগামী শনি ও রবিবার নেতৃত্বকে পথে নামতে নির্দেশ দিয়েছে দল। ঠিক হয়েছে, দলের মন্ত্রীরা দেশের বিভিন্ন শহরে গিয়ে বাজেটের ইতিবাচক দিকগুলি তুলে ধরবেন। বিশেষ করে মন্ত্রীরা যে শহরে যাবেন, সেই রাজ্যের জন্য কেন্দ্র বিভিন্ন প্রকল্প খাতে কত টাকা বরাদ্দ করেছে, তা তুলে ধরতে বলা হয়েছে।
এ ছাড়া প্রতিটি রাজ্য নেতৃত্বকে জেলা স্তরে সাংবাদিক সম্মেলন করে বাজেট নিয়ে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, দলকে বিভিন্ন বণিকসভাগুলির সঙ্গে হাত মিলিয়ে বাজেট নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা-বৈঠক করার পরামর্শও দেওয়া হয়েছে।