তাজমহলেই তেজমহল হবে, হুঙ্কার বিনয়ের

চলতি মাসে দশ দিনের ‘তাজ মহোৎসব’ অনুষ্ঠানে রাম নিয়ে নৃত্যনাটিকার আয়োজন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুরুর দিন থেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠবে সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৩
Share:

বিনয় কাটিয়ার।

তাজমহলে রামলীলা নিয়ে বিতর্কের রেশ মেটেনি। তার মধ্যেই তাজমহলকে ‘তেজমহল’ বানানোর কথা বলে উত্তাপ বাড়ালেন বিজেপির সাংসদ বিনয় কাটিয়ার।

Advertisement

চলতি মাসে দশ দিনের ‘তাজ মহোৎসব’ অনুষ্ঠানে রাম নিয়ে নৃত্যনাটিকার আয়োজন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুরুর দিন থেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠবে সেখানে। বিরোধীরা যা নিয়ে প্রবল আপত্তি তুলেছে। এরই মধ্যে বিজেপির হিন্দুত্ববাদী নেতা বিনয় কাটিয়ারের মন্তব্য, ‘‘তাজ উৎসব হোক বা তেজ উৎসব— তাতে কী আসে যায়? সেখানে আগে মন্দির ছিল। মন্দিরই হবে সেখানে।’’ সঙ্ঘ ও বিজেপির একাংশ অনেক দিন ধরেই বলে আসছে, তাজমহলে আগে শিবের মন্দির ছিল। সেটি তেজো মহালয় নামে পরিচিত ছিল। মন্দির বদলে সেটি ইসলামিক সৌধ বানানো হয়েছে। এ ভাবেই এক সময় অযোধ্যা-বিতর্ক দানা বেধেছিল। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, সুপ্রিম কোর্টে মামলা মিটলে চলতি বছরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে। লোকসভা ভোটের আগে রামমন্দিরকে ঘিরে হিন্দুত্বের হাওয়া তোলাও অন্যতম হাতিয়ার হতে পারে নরেন্দ্র মোদীর। সেই লক্ষ্যেই তাজমহলকে ঘিরেও নতুন বিতর্ক ধাপে ধাপে তৈরি করছে গেরুয়া শিবির। এর আগে বিজেপিরই এক বিধায়ক তাজমহলকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। খোদ যোগী আদিত্যনাথও অযোধ্যা মাহাত্ম্য বাড়িয়ে ধাপে ধাপে বিশ্বের দরবারে খাটো করতে চাইছেন তাজমহলকে। তাজ উৎসবেও যে কারণে গেরুয়ার ছিটে লাগাতে উদ্যত গেরুয়া শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement