Anurag Thakur

আপনারা মিথ্যে বলছেন, পাল্টা আঙুল ‘গোলি মারো’র ‘জনক’ অনুরাগের

দিল্লির বিধানসভা ভোটের প্রচারে অনুরাগ ঠাকুর সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশ করে স্লোগান তুলেছিলেন, ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৪:৫৪
Share:

ফাইল চিত্র।

দিল্লি থেকে রবিবার কলকাতাতেও পৌঁছে গিয়েছে ‘গোলি মারো’ স্লোগান। কিন্তু দিল্লির ভোটের আগে সেই ‘গোলি মারো’ স্লোগানের ‘জনক’ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এ নিয়ে প্রশ্ন করায় তিনি পাল্টা সাংবাদিকদের দিকে আঙুল তুললেন। তাঁর অভিযোগ, ‘‘আপনারা পুরো মিথ্যে বলছেন।’’

Advertisement

দিল্লির বিধানসভা ভোটের প্রচারে অনুরাগ ঠাকুর সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশ করে স্লোগান তুলেছিলেন, ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো’। দিল্লির সংঘর্ষে তা উস্কানির কাজ করেছে বলে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। দিল্লি হাইকোর্টের এজলাসে বিচারপতিদের সামনেই অনুরাগের ভিডিয়ো চালানো হয়েছে। রবিবার অমিত শাহের সফরের সময়ে কলকাতাতেও বিজেপির মিছিলে একই স্লোগান শোনা গিয়েছে।

আরও পড়ুন: ‘গোলি মারো…’! অমিতের সভার পথে স্লোগান কলকাতাতেও

Advertisement

রবিবার এ নিয়ে প্রশ্ন করায় অনুরাগ পাল্টা প্রশ্ন করেন, ‘‘আমি কী বলেছি?’’ তাঁকে ‘গোলি মারো’ স্লোগানের কথা বলতেই তিনি বলেন, ‘‘আপনারা পুরো মিথ্যে বলছেন। এই জন্যই আমি বলি সংবাদমাধ্যমের কাছে পুরো তথ্য থাকা উচিত। আপনাদের তথ্য শোধরানো উচিত।’’ অনুরাগকেই বলা হয়, তথ্য শুধরে দিতে। অনুরাগ তখন বলেন, ‘‘বিচারাধীন মামলা বলে আমি বেশি কিছু বলছি না। কিন্তু অর্ধসত্য বিপজ্জনক হতে পারে। তা সংবাদমাধ্যমের অপপ্রচার হোক বা অন্য কারও।’’ গত সপ্তাহেও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগকে ‘গোলি মারো’ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সে সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানান, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হবে না। রবিবারের কলকাতার আগে শনিবার দিল্লির মেট্রো স্টেশনেও একই স্লোগান উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement