ফাইল চিত্র।
ছ’মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। রাজ্যের যে সব মন্ত্রী ও বিধায়ক দলের আশানুরূপ কাজ করতে পারেননি, তাঁদের আগামী নির্বাচনে টিকিট দেওয়া হবে না বলে বুঝিয়ে দিলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। উত্তরপ্রদেশে দু’দিনের সফরে গিয়ে নড্ডা দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, বুথ ধরে ভোটে জেতার রণকৌশল তৈরি করতে হবে। তার জন্য বুথ এলাকায় গিয়ে দলের নেতাদের রাত কাটাতে হবে। গ্রামের মানুষ, বিশেষ করে দলিতদের কাছে পৌঁছতে হবে। কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের যোগী সরকারের সমস্ত প্রকল্পের সুযোগসুবিধার আওতায় সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে।
নড্ডা শনি ও রবিবার লখনউ ও আগরায় উত্তরপ্রদেশের মন্ত্রী ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জেলা পঞ্চায়েতের নতুন নির্বাচিত সদস্যদের সঙ্গেও বৈঠক করেন তিনি। নির্দেশ দেন, কেন্দ্রের ও রাজ্যের সরকারি প্রকল্প ও তার সাফল্য নিয়ে বিরাট ভাবে প্রচারে নামতে হবে। বিজেপি সূত্রের খবর, বুথ স্তর থেকেই ভোটের অঙ্ক কষা বা ‘বুথ বিজয়’-এর পুরনো সূত্র মেনে বিজেপি উত্তরপ্রদেশের নির্বাচনী লড়াইয়ে নামবে। বিজেপির সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ও উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত নেতা রাধামোহন সিংহ রাজ্যের সংগঠন কী ভাবে কাজ শুরু করবে, তার নীল নকশা তৈরি করে ফেলেছেন। আগামী ছ’মাস রাজ্যের যোগী সরকারের কাজকর্মে কী কী বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়েও নড্ডার সঙ্গে যোগীর কথা হয়েছে বলে সূত্রের খবর।
অন্য দিকে মোদী সরকারের আগামী তিন বছরের কর্মসূচি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার থেকে টানা তিন দিন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। সূত্রের খবর, ওই বৈঠক পিছিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের পরে নতুন দিনক্ষণ ঠিক হবে।