tricolour rally

লক্ষ্য মেহবুবা, তেরঙ্গা মিছিল বিজেপির

জম্মু-কাশ্মীরের ভারতভুক্তি দিবসে ‘তেরঙ্গা মিছিল’ করল বিজেপি। একটা শ্রীনগরে আর একটা জম্মুতে। মুফতির বাড়ি ও পিডিপির সদর দফতর ঘিরে চলল লাগাতার স্লোগান। এ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০৩:১১
Share:

জম্মুতে বিজেপির ‘তেরঙ্গা মিছিল’। ছবি পিটিআই।

তেরঙ্গা-মন্তব্যের জেরে ভূস্বর্গে আরও কোণঠাসা গৃহবন্দি দশা থেকে সদ্য মুক্তি পাওয়া পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মূলত তাঁকে নিশানা করেই আজ জম্মু-কাশ্মীরের ভারতভুক্তি দিবসে ‘তেরঙ্গা মিছিল’ করল বিজেপি। একটা শ্রীনগরে আর একটা জম্মুতে। মুফতির বাড়ি ও পিডিপির সদর দফতর ঘিরে চলল লাগাতার স্লোগান।

Advertisement

এ দিকেই আজই, প্রকাশ্যে মেহবুবার বিরোধিতা করে দল ছেড়েছেন তিন পিডিপি নেতা। মেহবুবাকেই চিঠি লিখে টি এস বাজওয়া, বেদ মহাজন ও হুসেন এ ওয়াফা জানান, দলনেত্রীর কর্মকাণ্ড ও কিছু মন্তব্য তাঁদের দেশাত্মবোধে আঘাত করেছে।

মেহবুবা বলেছিলেন, জম্মু-কাশ্মীরের ‘হৃত মর্যাদা’ এবং সাবেক পতাকা না-ফেরানো পর্যন্ত ভোটে লড়া বা তেরঙ্গা তোলায় তিনি উৎসাহিত নন। এই মন্তব্য ‘জাতীয় পতাকার অবমাননা’ দাবি করে আজ ‘তেরঙ্গা মিছিলে’ নামে স্থানীয় বিজেপি। শ্রীনগরের টেগোর হল-এ রীতিমতো অনুষ্ঠান করে মিছিলের সূচনা হয়। সেখান থেকে লালচকে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। চার বিজেপি কর্মীকে আটক করা হয়।

Advertisement

আরও পড়ুন: দিল্লির দূষণ দমনে আইন শীঘ্রই: কেন্দ্র

পিডিপি দফতরে ঢুকতে চাওয়া বেশ কয়েক জন এবিভিপি কর্মীকেও পুলিশ প্রাথমিক ভাবে হেফাজতে নিয়েছিল। জম্মু-কাশ্মীর বিজেপির প্রধান রবীন্দ্র রায়নারও বক্তব্য, ভারতে থাকতে হলে জাতীয় পতাকাকে সম্মান করতেই হবে।

আরও পড়ুন: নজর প্রতিরক্ষায়, বৈঠকে আজ দিল্লি, ওয়াশিংটন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement