Drowning Death

বন্ধুদের সঙ্গে স্নানে নেমে নর্মদা নদীতে তলিয়ে গেলেন বিজেপি নেতার ছেলে! মৃত আরও এক

দুই যুবককে ডুবতে দেখে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু তাঁদের কাউকেই বাঁচানো যায়নি। কয়েক ঘণ্টা পরে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৬:১৩
Share:

নর্মদায় স্নানে নেমে ডুবে মৃত্যু হল এক বিজেপি নেতার একমাত্র সন্তানের। মধ্যপ্রদেশের ঘটনা। —প্রতীকী চিত্র।

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বিজেপি নেতার ছেলে। মৃত্যু হল তাঁর এক বন্ধুরও। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে দব্বা ঘাটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে কয়েক জন যুবক নর্মদার একটি ঘাটে স্নান করছিলেন। তখন দুই যুবক তলিয়ে যান। তাঁদের নাম অতুল পটেল এবং অনুরাগ লোধি। অতুল জব্বলপুর জেলা বিজেপির সভাপতি শিব পটেলের একমাত্র সন্তান।

দুই যুবককে ডুবতে দেখে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু তাঁদের কাউকেই বাঁচানো যায়নি। কয়েক ঘণ্টা পরে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের পর্যটন দফতরের চেয়ারম্যান বিনোদ গোতিয়া বলেন, ‘‘ওই যুবকদের মধ্যে অনুরাগ সাঁতার জানতেন না। তাই নদীতে নেমে একটু দূরে যেতেই তিনি স্রোতে তলিয়ে যান। বন্ধু ডুবে যাচ্ছে দেখে তাঁকে বাঁচাতে যান অতুল। কিন্তু দু’জনেই গভীর জলে তলিয়ে যেতে থাকেন।’’

বিজেপি নেতার ছেলে এবং আরও এক যুবকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, নর্মদা নদীতে পর পর ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement