করোনায় আক্রান্ত দেবেন্দ্র ফড়ণবীস।— ফাইল চিত্র
করোনায় আক্রান্ত হলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার দুপুরে এ কথা টুইট করে জানিয়েছেন তিনি।
এ দিন দেবেন্দ্র টুইট করেছেন, ‘লকডাউনের সময় থেকে টানা কাজ করছিলাম। কিন্তু মনে হচ্ছে, ভগবান চান আমি কিছুটা বিরতি নিই’। এই সময়ে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।
আগামী সপ্তাহেই বিহারে বিধানসভা নির্বাচন। তার কয়েক দিন আগে করোনা ধরা পড়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর। তিনি এখনও চিকিৎসাধীন। এ বার আক্রান্ত হলেন দেবেন্দ্র। গত মাসেই বিহারে বিধানসভা নির্বাচনে দলের তরফে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ভোটের মুখে তাঁর করোনা ধরা পড়ায় এখন নতুন মুখ খুঁজতে হবে বিজেপিকে। করোনা সংক্রমণের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে নির্বাচন। আর সে দিকে তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুন: কাশ্মীরে পাক ড্রোন-কপ্টার গুলি করে নামাল ভারতীয় সেনা
আরও পড়ুন: গল্ফের মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি, হাসপাতাল থেকে লিখলেন কপিল