নাগরিকত্ব বিল ঠান্ডা ঘরে

সংসদের শীতকালীন অধিবেশনেই সংশোধনী বিলটি পাশ করাতে তৎপর ছিলেন এই সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়াল।

Advertisement

নয়াদিল্লি ও গুয়াহাটি

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৪:০৫
Share:

পড়শি দেশগুলি থেকে আসা অ-মুসলিমদের আশ্রয় দিতে নাগরিকত্ব আইন বদলের চেষ্টায় আপাতত ক্ষান্ত হল বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশনেই সংশোধনী বিলটি পাশ করাতে তৎপর ছিলেন এই সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়াল। চেয়েছিলেন ৬ ডিসেম্বরের মধ্যে বিলটিতে অনুমোদন দিক কমিটি। কিন্ত আজ জেপিসির বৈঠকে দেখা গেল উল্টো সুর। বিজেপিরই বিনয় সহস্রবুদ্ধে, স্বপন দাশগুপ্তরা সর্বসম্মতিতে বিল অনুমোদনের পক্ষে সওয়াল করেন। বিলটির বিরুদ্ধে গোড়া থেকেই এককাট্টা কংগ্রেস, তৃণমূল, সিপিএম ও সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। ফলে সর্বসম্মতি অসম্ভব বুঝেই বিজেপি এই কৌশল নিল বলে মনে করছেন বিরোধীরা। কমিটির পরবর্তী বৈঠকের দিন ঘোষণা না করাও তারই ইঙ্গিত।
কেন এই ভোল বদল? অসমেরই বিজেপি বিধায়ক বলছেন, ‘‘বিল পাশ হলে অগপ জোট ছাড়ত। লোকসভা ভোটের মুখে পড়ে যেত অসমের সরকার। রাজ্যে হিংসাও বেড়ে যেত।’’ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে সর্বানন্দ নিজেও এই আশঙ্কা জানিয়েছেন বলে সূত্রের খবর। বিলটিতে পড়শি দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু— যেমন হিন্দু, বৌদ্ধ, শিখেদের নাগরিকত্ব দেওয়ার ধারা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement