প্রতীকী ছবি।
সরকারি কাজকর্মের কোনও সমালোচনা মেনে নেবে না অসমের বিজেপি সরকার। বিষয়টি এত দিন গোপন থাকলেও এখন আর লুকোচুরিতে রাজি নন সরকারি কর্তারা। চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, শিক্ষকদের দিকে কড়া নজর তাদের। আগেই প্রাথমিক শিক্ষা দফতর শিক্ষকদের লেখালেখির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। সোমবার উচ্চশিক্ষা দফতরও শিক্ষকদের কলমে লাগাম পরাতে ফরমান জারি করেছে। সরকারের সমালোচনা করে কোনও লেখা ও তা প্রকাশের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করলেন বিভাগীয় অধিকর্তা গীতিমণি ফুকন।
নিযুক্তির সময় নানা শর্তের মধ্যে এরও উল্লেখ ছিল বলে ওই চিঠিতে স্কুল-কলেজের শিক্ষকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে রাজ্য সরকারের অনুমোদিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও।