রাহুলকে ঘুষের প্রস্তাব: কমিশনে অভিযোগ জানাল বিজেপি

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহল সিনহাকে ঘুষের প্রস্তাব দেওয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিল বিজেপি। চন্দন মিত্র, মুক্তার আব্বাস নকভি, নির্মলা সীতারামণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে এই ডেপুটেশন জমা দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ২১:৫৭
Share:

মুখ্য নির্বাচন কমিশনের অফিসে বিজেপি প্রতিনিধি দল। নিজস্ব চিত্র।

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহল সিনহাকে ঘুষের প্রস্তাব দেওয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিল বিজেপি। চন্দন মিত্র, মুখতার আব্বাস নকভি, নির্মলা সীতারামণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে এই ডেপুটেশন জমা দেয়।

Advertisement

নারদ কাণ্ড থেকে দৃষ্টি হঠানোর জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসই এই ষড়়যন্ত্র করেছে বলে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডেপটেশনে পুলিশ কমিশনার রাজীব কুমারে বিরদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে তারা।

আরও পডুন
কার নির্দেশে ঘুষ? ঠিক সময়ে জানতে পারবেন, জবাব কনস্টেবলের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement