পরিষদ দখলের পথে ওয়ারিশা

অসম জয়ের পর আবার উত্তর কাছাড় পার্বত্য পরিষদ দখলে তৎপর হয়ে উঠল বিজেপি। আগামীকাল সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে অসমে বিজেপির নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। প্রায় ওই একই সময়ে ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদে কংগ্রেস আবার ক্ষমতা হারাতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০৩:১১
Share:

অসম জয়ের পর আবার উত্তর কাছাড় পার্বত্য পরিষদ দখলে তৎপর হয়ে উঠল বিজেপি। আগামীকাল সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে অসমে বিজেপির নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। প্রায় ওই একই সময়ে ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদে কংগ্রেস আবার ক্ষমতা হারাতে চলেছে। কংগ্রেস পরিচালিত উত্তর কাছাড় পার্বত্য পরিষদের তিন কার্যনির্বাহী সদস্য পদত্যাগ করায় দেবজিৎ থাওসেনের নেতৃত্বাধীন পরিষদে কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়েছে। ফলে পরিষদ বিজেপির দখলে যাওয়া এক প্রকার নিশ্চিত। পরিষদ গঠন করতে বিজেপি ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। পরিষদের কংগ্রেস সদস্য কুলেন্দ্র দাওলাগাপু, হাইলাকাম্বে কুয়ামে, ও দেবজিৎ বাটারি কার্যনির্বাহী সদস্য পদের পাশাপাশি কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। কংগ্রেস ছেড়ে পরিষদের ওই তিন সদস্য বিজেপিতে যোগ দিলে ৩০ সদস্যের পার্বত্য পরিষদে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হবে ১৭। পরিষদে কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হবে ১৩। রবিবারই ওই তিন সদস্য মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবজিৎ থাওসেনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।

Advertisement

আগামীকাল রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলেই পরিষদ গঠনের জন্য বিজেপি রাজ্যপালের কাছে দাবি জানাবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পরিষদের আরও কিছু কংগ্রেস সদস্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পরিষদ দখলের জন্য দু’পক্ষেই তৎপরতা শুরু হয়েছে। হিমন্তবিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই কয়েকজন সদস্যকে ভাঙিয়ে পরিষদ দখল করে বিজেপি। কয়েক মাসের মধ্যেই ফের কংগ্রেস দল ভাঙিয়ে দখল নেন পরিষদের।

জুনের প্রথম সপ্তাহের মধ্যেই পরিষদের পরবর্তী মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) কে হচ্ছেন তা পরিষ্কার হয়ে যাবে। যদিও নতুন সিইএমের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রকান্ত ওয়ারিশাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement