Lok Sabha Election 2024

লোকসভা জয়ের ‘হ্যাটট্রিক’ করতে বিজেপির স্লোগান তৈরি, রাজীবকে টপকানোই কি লক্ষ্য মোদী, শাহদের?

২০১৪ সালে ‘আব কি বার মোদী সরকার’ স্লোগান নিয়ে ভোটযুদ্ধে নেমেছিল বিজেপি। এর পরে ২০১৯ সালে দলের স্লোগান ছিল, ‘ফির এক বার মোদী সরকার’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ২১:১৯
Share:

রাজীব গান্ধী এবং নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যে ৪০০ আসনের লক্ষ্যে লড়াই করবে, তা আগেই বলেছেন দলের শীর্ষ নেতারা। সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগঢ় জয়ের পরে এ বার তিনি প্রধানমন্ত্রিত্বের ‘হ্যাটট্রিক’ করতে চান। মঙ্গলবার আগামী লোকসভা নির্বাচনের স্লোগান তৈরির ক্ষেত্রে দু’টি বিষয়কেই গুরুত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্লোগান ঠিক হয়েছে— ‘তিসরি বার মোদী সরকার, আব কি বার ৪০০ পার’।

Advertisement

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘আব কি বার মোদী সরকার’ স্লোগান নিয়ে ভোটযুদ্ধে নেমেছিল বিজেপি। একক ভাবে দল ২৮৩ আসনে জেতে এবং প্রধানমন্ত্রী হন মোদী। এর পরে ২০১৯ সালে দলের স্লোগান ছিল, ‘ফির এক বার মোদী সরকার’। দল জয় পায় ৩০৩ আসনে। সেই দুই স্লোগানের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হল এ বারের স্লোগান।

মঙ্গলবার দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নেতারা লোকসভা নির্বাচনের পরিকল্পনা তৈরি করতে বৈঠকে বসেন। সেখানেই এই স্লোগান ঠিক হয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব, অশ্বীন বৈষ্ণব, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এবং দলের দুই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ ও সুনীল বনসল। মঙ্গলবারের বৈঠকে দেশের সব লোকসভা আসনের দায়িত্ব বণ্টনও সম্পন্ন হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকের প্রধান বিষয়ই ছিল, স্লোগান ঠিক করা। এমন স্লোগান, যার মধ্যে দিয়ে বড় লক্ষ্যের কথা বলা যায়।

Advertisement

প্রসঙ্গত, বিজেপি ২০১৯ সালেই সবচেয়ে বেশি আসন জিতেছিল। কিন্তু এ বারে প্রায় ১০০ আসন বাড়াতে চায় তারা। তবে দলের নেতারা বলেন, আসলে ৪০৪-এর বেশি আসনে জেতাই লক্ষ্য। কারণ, সেটা হলেই ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার রেকর্ড গড়া যাবে। এর আগে কংগ্রেস ১৯৮৪ সালে ৪০০-র বেশি আসনে জয় পেয়েছিল। আততায়ীদের হাতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে নির্বাচন হয়েছিল, তাতে কংগ্রেস একাই ৪০৪ আসনে জিতে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা-পুত্র রাজীব গান্ধী। সে বার রাজীবকে মুখ করেই লোকসভা নির্বাচনে লড়েছিল কংগ্রেস। ১৯৮৪ সালে বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। দুই সংখ্য়ার আসন পেয়ছিল তিনটি দল। তেলুগু দেশম পার্টি (৩০), সিপিএম (২২) এবং এআইএডিএমকে (১২)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement