নিজের প্রজাতিকেই গিলে খাওয়ার চেষ্টা করছে গোখরো।
মাঠের মাঝে যন্ত্রণায় ছটফট করছিল একটি গোখরো। কোনও কিছু সেটি গিলে খাওয়ার চেষ্টা করছিল। সাপটিকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন এক জন চাষী। লাঠি দিয়ে সাপটির লেজের গোড়ায় চাপ দিতেই দেখা যায় অদ্ভুত দৃশ্য।
আরও পড়ুন: দিল্লিতে আবর্জনার স্তুপে গাড়ি, খালে ভেসে উঠল দু’টি দেহ
সাপটির মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করে আর একটি গোখরো সাপ। লম্বায় সেটি প্রায় তার শিকারিরই সমান। প্রজাতিও এক। এমনই বিরল এবং অদ্ভুত ঘটনা ঘটেছে পুণেতে। রশিদ খান নামে ওই কৃষক জানিয়েছেন, সাপটি কোনও কিছু গিলবার চেষ্টা করছিল। কিন্তু তখনও বোঝা যায়নি সেটি আসলে কী।
আরও পড়ুন: রোল কলের সময় উঠে না দাঁড়ানোর শাস্তি, টানা ৪০টি চড় ক্লাস থ্রি-র ছাত্রকে! দেখুন ভিডিও
লেজের কাছে চাপ দিতে নিজে থেকেই অর্ধেক গেলা সাপটিকে বাইরে বার করে দেয়। তাঁর কথায়, কেউটে বা গোখরো এই প্রজাতির সাপ সাধারণত অন্যান্য ছোট সাপকে আক্রমণ করে। কিন্তু নিজের প্রজাতিকেই গিলে খাওয়ার ঘটনা সত্যিই বিরল।
দেখুন ভিডিও: