ফাইল ছবি
ভারতের বিভিন্ন রাজ্যে অ্যাভিয়ন ফ্লু ছড়িয়ে পড়ার ঢেউ এসে লেগেছে রাজধানীতেও। তাই এই নতুন রোগের সংক্রমণ রুখতে কোনও ফাঁক রাখতে চাইছে না দিল্লি সরকার। শনিবার বিকেলে অরবিন্দ কেজরীবাল একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, দিল্লিতে হাঁস, মুরগি-সহ জ্যান্ত পাখি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি, রোগের সংক্রমণের বিষয়ে খোঁজ রাখতে চালু করা হচ্ছে একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন। একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে চলেছে অসমেও। পশ্চিম সীমান্ত দিয়ে হাঁস-মুরগি যাতে না ঢোকে, তেমনই নির্দেশিকা জারি করতে চলেছে অসম সরকার। কিছু দিনের মধ্যেই বিহু উৎসব। তখন যাতে সংক্রমণ না ছড়ায়, তাই আগাম এই পদক্ষেপ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘দিল্লি থেকে ১০৪টি নমুনা সংগ্রহ করে জালন্ধরের পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সরকারি ভাবে দিল্লিতে বার্ড ফ্লু ধরা পড়েনি। পরশু এই পরীক্ষার ফলাফল সরকারের হাতে পৌঁছবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’’
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হিসাব অনুসারে দেশে ছ’টি রাজ্যে বার্ড ফ্লু-এর সংক্রমণ ধরা পড়েছে। সেই রাজ্যগুলির মধ্যে আগেই ছিল রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরল ও হরিয়ানা। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে গুজরাত।
তবে দিল্লিতেও একটি সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। শেষ ৩ দিন ধরে দিল্লির ময়ূর বিহার এলাকার একটি পার্কে কাকের মড়ক দেখতে পান সাধারণ মানুষ। তারপরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। শনিবার সেই ঘটনার প্রেক্ষিতেই অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, ‘‘দিল্লির প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে একটি করে নজরদারি দল গঠন করা হয়েছে। বিশেষত খামার রয়েছে, এমন এলাকাগুলিতে নজরদারি চালাবে এই বিশেষজ্ঞ দল।’’ পাশাপাশি গাজিপুর মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে ১০ দিনের জন্য।
অন্য দিকে উত্তরাখণ্ড থেকে নতুন করে পাখি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশের রাজ্য হিমাচলপ্রদেশে আগেই ছড়িয়েছিল বার্ড ফ্লু, এ বার আরও উত্তরাখণ্ডেও সেই রোগ থাবা বসিয়েছে কি না, তা জানা যাবে এই মৃত্যুর কারণ অনুসন্ধানের পর।
আরও পড়ুন: ১৩ নয়, ১৬ তারিখ থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হচ্ছে, জানাল কেন্দ্র
আরও পড়ুন: ঝাড়খণ্ডে গণধর্ষণের পর নির্যাতিতার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল গ্লাস