Bihar

Bihar: পাঁচ বছরের শিশুকে বেতের বাড়ি, চড়-ঘুষি, শিক্ষকের মারধরে জ্ঞান হারাল একরত্তি

পটনায় পাঁচ বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। জ্ঞান হারিয়েছে শিশুটি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৬:৩৮
Share:

প্রতীকী ছবি।

পাঁচ বছরের এক শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার শিক্ষকের বিরুদ্ধে। উপর্যুপরি বেতের বাড়িতে এক সময় জ্ঞান হারিয়ে ফেলল শিশুটি। তাকে ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। বিহারের পটনার ধানারুয়া ব্লক এলাকার এক কোচিং সেন্টারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

খুদে পড়ুয়াকে শিক্ষকের বেতের বাড়ি মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে নির্মম ভাবে পাঁচ বছরের এক শিশুকে মারধর করছেন শিক্ষক। মারধরে কান্নায় ভেঙে পড়েছে শিশুটি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, তার পরও তাকে মারছেন শিক্ষক। একটা সময় বেত দু’টুকরো হয়ে যায়। তার পর তাকে চড় ও ঘুষি মারেন ওই শিক্ষক। চুলের মুঠিও ধরেন তিনি।

Advertisement

শিক্ষককে থামানোর জন্য কাঁদতে কাঁদতে কাকুতিমিনতি করে শিশুটি। এমন সময়ই মেঝেয় পড়ে যায় সে, তার পরও মারধর চালিয়ে যান ওই শিক্ষক। জ্ঞান হারায় সে। এ ঘটনা দেখে ভয় পেয়ে যায় বাকি শিশুরা।

মারধরে সংজ্ঞা হারায় শিশুটি। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোচিং সেন্টারের মালিক অমরকান্ত কুমার জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক ছোটুর উচ্চরক্তচাপ জনিত সমস্যা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement