Bihar MLA

জাতে দলিত, তাই সরকারি বিদ্যালয় উদ্বোধনেও ‘না’ বিধায়ককে! নীতীশের বিহারে শুরু আন্দোলন

সিপিআইএমএল লিবারেশন বিধায়ক গোপাল রবিদাসের অভিযোগ, জাতিতে দলিত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে সরকারি স্কুলের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করতে দেননি!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬
Share:
Bihar MLA not being allowed to inaugurate school building since he is Dalit

—ফাইল ছবি।

জাতিতে দলিত হওয়ার ‘অপরাধে’ সরকারি বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিধায়ককে ব্রাত্য করার অভিযোগ উঠল বিহারে! পটনা লাগোয়া ফুলওয়ারি শরিফের ওই ঘটনার জেরে আন্দোলনে নেমেছে বিরোধীরা।

Advertisement

ফুলওয়ারি শরিফের বিধায়ক গোপাল রবিদাস বাম দল সিপিআইএমএল লিবারেশনের নেতা। জাতিতে দলিত। অভিযোগ, সরকারি আমন্ত্রণ পেয়ে করথাল এলাকায় পারসা বাজারে সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু জাতিতে দলিত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করতে দেননি!

এই ঘটনার নেপথ্যে শাসক বিজেপি-জেডিইউ জোটের স্থানীয় নেতৃত্বের একাংশের প্ররোচনা রয়েছে বলে বিধায়ক গোপালের অভিযোগ। বিষয়টি নিয়ে পারসা বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বুধবার রাজধানী পটনা-সহ বিভিন্ন এলাকায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। পারসা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মানেকা রানি সোমবার বলেন, ‘‘ঘটনার একটি ভিডিয়ো আমাদের হাতে এসেছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিয়োটি দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement