নীতীশ কুমার।
যদি জিজ্ঞাসা করা হয়, এক জন পূর্ণবয়স্ক মানুষের ক’টি দাঁত। উত্তরটা অবশ্যই ৩২। তবে বিহারের নীতীশ কুমারের কিন্তু ১১৪টি দাঁত! অবিশ্বাস্য মনে হলেও বিষয়টা সত্যি।
বিহারের বছর সতেরোর এক কিশোর এই নীতীশ কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, নীতীশ গত পাঁচ বছর ধরে একটি টিউমারের কারণে এই সমস্যায় ভুগছেন। সেই টিউমার তাঁর চোয়ালে হয়েছিল। এক লাখে এক জনের এ রকম সমস্যা হয়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পটনার গাঁধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস)-এ ভর্তি করানো হয়ে নীতীশকে। চিকিৎসকরা স্ক্যান করার পর দেখেন, চোয়ালে অতিরিক্ত দাঁতের কারণে নীতীশের মুখ বিকৃতি হয়ে যাচ্ছিল। যে টিউমারের ফলে এই অবস্থা, সেই অডোনটোম টিউমার খুব বিরল। চিকিৎসকরা জানিয়েছেন, দাঁতের বিকাশে সমস্যা থাকায় এই টিউমার সৃষ্টি হয়েছে। ফলে চোয়ালের নীচের অংশে আরও অতিরিক্ত দাঁত গজায় নীতীশের। অস্ত্রোপচারের মাধ্যমে চোয়ালের নীচের অংশ থেকে অতিরিক্ত ৮২টি দাঁত তুলে ফেলা হয়েছে। নীতীশ আপাতত সুস্থ বলেই জানিয়েছেন চিকিৎসকরা।