Bihar Assembly Election 2020

এনডিএ-কেই ক্ষমতায় আনবেন বিহারের মানুষ, দাবি মোদীর

মঙ্গলবার বিহারের আরারিয়া থেকে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৪:২২
Share:

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ফের এনডিএ জোটকে ক্ষমতায় আনবেন বিহারের মানুষ। মঙ্গলবার বিহারের আরারিয়া থেকে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভোট প্রচারে চতুর্থ বারের জন্য এ দিন বিহারে গিয়েছেন প্রধানমন্ত্রী। আরারিয়ার জনসভা থেকে তিনি বলেন, “প্রাথমিক ভাবে যা খবর আমরা পেয়েছি তাতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, বিহারের মানুষ পুনরায় এনডিএ জোটকেই ক্ষমতায় আনছেন।”

জনসভায় বিহার ও কেন্দ্রের এনডিএ সরকারের কাজের প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘‘বিহারে ডাবল ইঞ্জিনের সরকার চলছে।” ‘ডাবল যুবরাজ’ নয়, এই ‘ডাবল ইঞ্জিন’ই রাজ্যকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে বলেই দাবি করেছেন তিনি। রাজনীতিতে স্বজনপোষণ নীতির পরাজয় হয়েছে। গণতন্ত্র জিতছে বলেও মন্তব্য করেন মোদী। ঔদ্ধত্য যে ভাল নয় সে কথা স্মরণ করিয়ে মোদী বলেন, “কঠোর পরিশ্রমের কাছে ঔদ্ধত্যের পরাজয় হচ্ছে। দুর্নীতি হারছে। মানুষের অধিকার জিতছে।”

Advertisement

আরও পড়ুন: ২৮ আসনের উপনির্বাচনেই পূর্ণ ভোটের মেজাজ মধ্যপ্রদেশে

মহাগঠবন্ধন এবং আরজেডি-কে আক্রমণ করে মোদীর মন্তব্য, বিহারের মানুষ কখনওই সেই দিনগুলোর কথা ভুলবে না। যখন ওরা ক্ষমতায় ছিল তখন ভোট একটা প্রহসনে পরিণত হয়েছিল। চার দিকে হিংসা, বুথ লুঠ চলত। গরিবদের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এনডিএ ক্ষমতায় এসে গরিবদের সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement