শপথগ্রহণের পর অমিত শাহের সঙ্গে নীতীশ কুমার। ছবি: পিটিআই।
কার্যত বিজেপি-র কাঁধে ভর দিয়ে সপ্তম বার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ কুমার। সোমবার রাজভবনে নীতীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এই নিয়ে টানা চতুর্থ বার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ।
কিন্তু উল্লেখযোগ্য ভাবে দু’জন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিহারে। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি-র তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী। বিহারের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিধায়ক উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। ফলে মুখ্যমন্ত্রী হলেও তাঁকে বিজেপির চাপেই থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শপথগ্রহণ অনুষ্ঠান আগেই বয়কটের ঘোষণা করেছিল আরজেডি। ফলে তেজস্বী যাদবের দলের কেউ নেই শপথগ্রহণ অনুষ্ঠানে। অন্য দিকে জোট শরিক বিজেপির পক্ষ থেকে অমিত শাহ, জে পি নড্ডারা রয়েছেন শপথগ্রহণ অনুষ্ঠানে।
লাইভ আপডেট:
• ভিআইপি এবং হ্যাম-এর এক জন করে বিধায়কও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন
• সব মিলিয়ে বিজেপি-র ৭ জন এবং জেডিইউ-এর নীতীশ কুমার-সহ ৬ জন শপথ নিলেন
• রামসুরত রায় শপথ নিলেন। তিনি বিজেপি বিধায়ক
• শপথ নিলেন বিজেপি বিধায়ক মঙ্গল পাণ্ডে
• জেডিইউ থেকে শপথ নিলেন শীলা কুমারী, প্রথম বার জিতেই মন্ত্রী হচ্ছেন তিনি
• মন্ত্রী হচ্ছেন মেওয়ালাল চৌধরি, শপথ নিলেন তিনিও
• মন্ত্রীর শপথ নিলেন অশোক চৌধুরী
• শপথ নিলেন জেডিইউ বিধায়ক বিজেন্দ্র যাদব
• শপথ নিলেন জেডিইউ বিধায়ক বিজয় চৌধরি
• রেণু দেবী এবং তারকিশোর প্রসাদ হতে পারেন উপমুখ্যমন্ত্রী
• শপথ নিলেন রেণু দেবী
• মন্ত্রী পদে শপথ তারকিশোর প্রসাদের
• বিজেপি থেকে দু’জন হচ্ছেন উপমুখ্যমন্ত্রী
• শপথ নিলেন নীতীশ কুমার, শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল