নীতীশ কুমার। ফাইল চিত্র।
যাঁরা মহিলাদের অবহেলা করেছেন, রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণির উন্নতি নিয়ে যাঁরা বিন্দুমাত্র ভাবেননি, তাঁদের ‘ফাঁদে’ পা দেবেন না। শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়ে বিহারবাসীদের উদ্দেশে এমন আর্জিই জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সঙ্গে নাম না করে লালুপ্রসাদ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দল(আরজেডি)-কে আক্রমণ করলেন তিনি।
লালুপ্রসাদের নাম না করে নীতীশ বলেন, “যখন ওঁকে জেলে পাঠানো হয়েছিল, গদিতে বসিয়ে গিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু তার পরেও মহিলাদের জন্য কোনও কল্যাণমূলক কাজ হয়নি।” এর পরই রাজ্যবাসীর উদ্দেশে তাঁর মন্তব্য, আজ যাঁরা মহিলাদের উন্নতির কথা বলছেন, তাঁদের ফাঁদে পা দেবে না।
বিহারের প্রথম দফার নির্বাচন শেষ। সামনে মাসের গোড়াতেই আরও দুই দফায় নির্বাচন হবে। প্রথম দফার ভোট শেষ হতেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন নীতীশ। রাজ্যে মহিলাদের উন্নতির প্রসঙ্গ তুলে ধরে তাঁর কটাক্ষ, আগের সরকার কি মহিলাদের উন্নয়নের কথা ভেবেছে? কেমন ছিল তখন মহিলাদের অবস্থা?
এর পরই নীতীশ দাবি করেন, তাঁর সরকার ক্ষমতায় এসে মহিলাদের উন্নতির জন্য অনেক কাজ করেছে। পঞ্চায়েত, মফস্সলের প্রশাসনিক স্তরে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে। এ ছাড়া তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং ওবিসি-দের জন্য কাজ করেছেন বলেও জনসভায় দাবি করেন নীতীশ।
মহিলাদের আর্থিক উন্নয়নের কথা বলতে গিয়ে নীতীশ বলেন, “আমার সরকার মহিলাদের জন্য ‘জীবিকা’ প্রকল্প চালু করেছে। তাঁদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিয়েছে।” মহিলাদের কথা ভেবেই বিহারকে মদমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলেছেন বলেও এ দিন দাবি করেন নীতীশ।
আরও পড়ুন: কমল নাথ আর ‘তারকা প্রচারক’ নন, জানিয়ে দিল নির্বাচন কমিশন