Google

Google Issues: অ্যান্ড্রয়েডের তিনশো ত্রুটি ধরে ৬৫ কোটি টাকা জিতলেন ভোপালের আমান

  • বাগসমিরর নামে একটি সংস্থার সিইও আমান।
  •  এ পর্যন্ত ২৮০টি ত্রুটি চিহ্নিত করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৩
Share:

আমন পাণ্ডে।

গুগল অ্যান্ড্রয়েডে প্রায় তিনশোটি ত্রুটি ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার জিতলেন ভোপালের বাসিন্দা আমান পাণ্ডে।
বাগসমিরর নামে একটি সংস্থার সিইও আমান। গত বছরে গুগলের ‘ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার সেরা হয়েছেন আমান। ২০১৯ থেকেই অ্যান্ড্রয়েডের ত্রুটি ধরার কাজ শুরু করেন আমান। এ পর্যন্ত ২৮০টি ত্রুটি চিহ্নিত করেছেন তিনি।

ভোপাল এনআইটি থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনস, জাভা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন আমান। সাইবার নিরাপত্তা নিয়ে অনেক দিক ধরেই কাজ করছেন তিনি। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডের কোথায় কোথায় ত্রুটি রয়েছে যা ভেদ করে সহজেই হ্যাকাররা শিকার বানাতে পারবে, সেটা নিয়েও গবেষণা করছেন তিনি।

Advertisement

অ্যাপল, মাইক্রোসফট, গুগলের মতো বড় বড় সংস্থাগুলি তাঁদের সফটও্যারের ত্রুটি খুঁজে দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকে। সেই পুরস্কারের নাম ‘বাগস বাউন্টি’। শুধু আমান নন, এর আগেও অনেকে এমন ত্রুটি খুঁজে বার করে পুরস্কৃত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement