Varvara Rao

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারভারা, মুম্বই ছাড়তে পারবেন না, নির্দেশ বম্বে হাইকোর্টের

ভীমা কোরেগাঁও মামলায় ২ বছরের বেশি জেল খেটেছেন ভারভারা। গত মাসেই তাঁকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৫:৫৮
Share:

ভারভারা রাও। ছবি সৌজন্য টুইটার।

শারীরিক অসুস্থতার কারণে আগেই ৬ মাসের জন্য কবি ভারভারা রাওকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল মুম্বইয়ের এক হাসপাতালে। শনিবার সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি।

Advertisement

হাসপাতাল থেকে ছাড়া পাওযার পরই ভারভারার আইনজীবী ইন্দিরা জয়সিংহ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘অবশেষে মুক্তি। নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারভারা রাও'।

ভীমা কোরেগাঁও মামলায় ২ বছরের বেশি জেল খেটেছেন ভারভারা। গত মাসেই তাঁকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। তবে ভারভারাকে মুম্বইতেই থাকতে হবে। এবং তদন্তের প্রয়োজনে হাজির হতে হবে। শুধু তাই নয়, জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র আদালতে পাসপোর্ট জমা রাখতে তাঁকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বলা হয়েছে, একই মামলায় অভিযুক্ত তাঁর সহযোগীদের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ রাখতে পারবেন না তিনি। ভারভারাকে ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড হিসেবে জমা রাখতে বলা হয়েছে।

Advertisement

ভারভারার মুক্তির পর তাঁর মেয়ে পাবনী বলেছেন, “একটা বড় স্বস্তি পেলাম। কারণ গত আড়াই বছর ধরে যে অস্বস্তি ছিল সেটা কাটল। এই মামলায় এই প্রথম স্বস্তি মিলল। আমরা খুশি। কিন্তু আমাদের মুম্বই ছাড়তে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে।”

গত মাসেই আইনজীবী ইন্দিরা জয়সিংহ ভারভারার স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে ধরেন আদালতে। সেই কারণ দর্শিয়ে ভারভারাকে জেল থেকে বাড়িতে ফেরানোর জন্য আদালতের কাছে আর্জি জানান। তার পরই আদালত ৬ মাসের জন্য শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ভারভারাকে। ভীমা কোরেগাঁও মামলায় ২০১৮ সালের ২৮ অগস্ট থেকে জেলে ছিলেন ভারভারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement