এনএসজি

শ্যাননের দোষারোপ, পাল্টা জবাব বেজিংয়ের

ভারতকে যে এনএসজি গোষ্ঠীভুক্ত করা গেল না এ বারেও, তার দায় চিনকে নিতে হবে বলে মন্তব্য করলেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তা টম শ্যানন। এর জবাবে পাল্টা অভিযোগ ছুড়ে দিল চিন। তাদের দাবি, তথ্য যাচাই না করেই কথা বলছে আমেরিকা।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি ও বেজিং শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০৩:৪৩
Share:

ভারতকে যে এনএসজি গোষ্ঠীভুক্ত করা গেল না এ বারেও, তার দায় চিনকে নিতে হবে বলে মন্তব্য করলেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তা টম শ্যানন। এর জবাবে পাল্টা অভিযোগ ছুড়ে দিল চিন। তাদের দাবি, তথ্য যাচাই না করেই কথা বলছে আমেরিকা।

Advertisement

এনএসজি বা পরমাণু সরবরাহকারী দেশগুলির গোষ্ঠীতে ঢোকার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত। আমেরিকা এ ব্যাপারে ভারতের পাশে রয়েছে। কিন্তু গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সোল-এ এনএসজি দেশগুলির বৈঠকে ভারতকে নতুন সদস্য করার প্রস্তাবে চিন এবং তার সমর্থক দেশগুলি আপত্তি জানায় বলে খবর। মার্কিন বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি শ্যানন এ দিন দিল্লিতে বিষয়টি নিয়ে খোলাখুলিই দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এনএসজি-র মতো ঐকমত্যভিত্তিক সংগঠনে কোনও এক জন সদস্যের আপত্তিতেই আটকে যেতে পারে সিদ্ধান্ত। সে ক্ষেত্রে ওই সদস্যকে তার দায় নিতে হবে।’’

শ্যাননের এই মন্তব্যের পরেই কড়া জবাব দেয় চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হং লেই অভিযোগ করেন, তথ্যের পরোয়া না করেই কথা বলছে আমেরিকা। তাঁর দাবি, সোল-এ এনএসজির প্লেনারি বৈঠকে কোনও দেশকে অন্তর্ভুক্ত করা না করার ব্যাপারে কথা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement