খাবারের প্যাকেটে লেখা শিশুটির বার্তা। ছবি সৌজন্য টুইটার।
কোভিডের কারণে যখন দেশ জুড়ে একটা সঙ্কটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমন আবহে কিছু ঘটনা মন ভাল করে দেয়, সেই সঙ্গে সদর্থক বার্তাও ছড়িয়ে দেয়।
তেমনই একটি ঘটনা সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি শিশু খাবারের প্যাকেটের উপর হিন্দিতে লিখছে, ‘খুশ রহিয়ে’। খুশিতে থাকুন। ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হতেই বহু প্রশংসিত হয়েছে। জানা গিয়েছে, শিশুটির মা কোভিড রোগীদের জন্য খাবার তৈরি করে সরবরাহ করেন। এমন একটা পরিস্থিতিতে কোভিড রোগীদের মনোবল বাড়ানো খুবই জরুরি। আর সেই কাজটাই করল ছোট্ট একটি শিশু।
কোভিড রোগীদের জন্য তৈরি খাবারের প্যাকেটের উপর ‘খুশিতে থাকুন’ বার্তা দিয়ে যেন মনোবল বাড়ানোর চেষ্টা করল শিশুটি। ইতিমধ্যেই টুইটারে ১২ হাজার লাইক পেয়েছে এই ছবি। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।