News Channel Ratings

টিআরপি জালিয়াতির অভিযোগে নিউজ চ্যানেলের রেটিং বন্ধ তিন মাস

টিভি চ্যানেলগুলির সংগঠন ‘নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন’ (এনবিএ) এ দিন বিএআরসি-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৪:০২
Share:

প্রতীকী ছবি।

টিভি চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য কারচুপির অভিযোগের জেরে এ বার সক্রিয় হল রেটিং সংস্থা ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল’ (বিএআরসি)। সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য টিভি চ্যানেলগুলির সাপ্তাহিক রেটিং ব্যবস্থা মুলতুবি রাখা হবে।

Advertisement

বিএআরসি-র এক আধিকারিক এ দিন বলেন, ‘‘কয়েকটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রেটিং বাড়ানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক টিআরপি মূল্যায়ন ব্যবস্থায় কোনও ফাঁকফোকর আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বর্তমান পদ্ধতিতে কোনও ত্রুটি রয়েছে কি না, কোনও পরিবর্তনের প্রয়োজন কি না, তা-ও পর্যালোচনা করা হবে। এর জন্য ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগবে।’’

বিএআরসি-র তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘হিন্দি, ইংরেজি, আঞ্চলিক ভাষার সংবাদ এবং ব্যবসা সংক্রান্ত খবরের চ্যানেলগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত এ দিন থেকেই চালু করা হয়েছে। বিএআরসি এই সময়ের মধ্যে আলাদা ভাবে ওই চ্যানেলগুলির রেটিং প্রকাশ করবে না। তবে সামগ্রিক ভাবে রাজ্য ও ভাষার ভিত্তিতে আনুমানিক দর্শকের সংখ্যা প্রকাশ করা হবে’।

Advertisement

আরও পড়ুন: লভ জিহাদটা কী! আমি তো কুলীন ব্রাহ্মণকে বিয়ে করেছিলাম হিন্দু রীতিতে

টিভি চ্যানেলগুলির সংগঠন ‘নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন’ (এনবিএ) এ দিন বিএআরসি-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি রজত শর্মা বলেন, ‘‘সংবাদ চ্যানেলগুলির টিআরপি নিয়ে সাম্প্রতিক কিছু খবরের জেরে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমাদের সংগঠনের সদস্যদের উপরেও চাপ এসেছে। এই পরিস্থিতিতে বিএআরসি-র পদক্ষেপ সাংবাদিকতার আদর্শ এবং মূল্যবোধ রক্ষায় সহায়ক হবে।’’

আরও পড়ুন: যুদ্ধের জন্য তৈরি থাকতে চিনফিংয়ের বার্তা সেনাবাহিনীকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement