মুকুল সাংমার বিরুদ্ধে প্রচারে নেমেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন

হাইকম্যান্ডের ভরসা ও কূটনীতির চালে আপাতত প্রদেশ কংগ্রেসের বিরোধী গোষ্ঠীকে সামলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। কিন্তু এ বার তাঁর বিরুদ্ধে প্রচারে নেমেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এইচএনএলসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০২:৪২
Share:

হাইকম্যান্ডের ভরসা ও কূটনীতির চালে আপাতত প্রদেশ কংগ্রেসের বিরোধী গোষ্ঠীকে সামলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। কিন্তু এ বার তাঁর বিরুদ্ধে প্রচারে নেমেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এইচএনএলসি। ‘স্বৈরাচারী ও অদক্ষ শাসক’ মুকুলকে হঠানোর দাবিতে জনতাকে একজোট হওয়ার ডাক দিয়েছে তারা।

Advertisement

মুকুলের বিরুদ্ধে কংগ্রেসের ৩১ জন বিধায়কের মধ্যে প্রথমে ২০ জন বিদ্রোহ করলেও, পরে মুকুল তাদের অনেককেই দলে টানেন। বিশেষ করে গারো পাহাড়ের বিধায়করা মুকুল শিবিরে ছিলেন। এইচএনএলসি ওই বিধায়কদের হুমকি দিয়েছে, অবিলম্বে দুর্নীতিগ্রস্ত মুকুলের সঙ্গ ছাড়তে হবে। জঙ্গিরা হুমকি দেয়, মুকুল পদত্যাগ না করলে আরও নাশকতা ঘটাবে তারা। বিশেষ করে কংগ্রেস অফিসগুলি বিস্ফোরণের নিশানা হবে। তাদের দাবি, সংগঠন বারবার শান্তির প্রস্তাব দিলেও মুকুল তা ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি মউসিনরামের সংগঠনগুলির তরফে এইচএনএলসির সঙ্গে আলোচনার ব্যাপারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের ধন্যবাদ জানিয়ে এইচএনএলসি জানায়, তারা ডিসপারসিং রানিকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে।

Advertisement

গারো জঙ্গি সংগঠন জিএনএলও দাবি করে, এএনভিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাদের সাহায্য নিয়ে ভোটে জেতা মুকুল সাংমার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement