India-Bangladesh Relationship

অমীমাংসিত বিষয়গুলির সমাধান করবে ভারত এবং বাংলাদেশ, জানালেন ইউনূসের বিদেশ উপদেষ্টা

অমীমাংসিত বিষয়গুলি কী, সেই বিষয়ে সবিস্তার কিছু না-বললেও ভিসা সম্পর্কিত সমস্যা সমাধানের কথা বলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ। বলেন, “বিষয়টি জয়শঙ্কর ইতিবাচক ভাবে নিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১
Share:
মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র

ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে অমীমাংসিত বিষয়গুলির সমাধান করা প্রয়োজন বলে জানালেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, এই অমীমাংসিত বিষয়গুলির সমাধানে দিল্লি এবং ঢাকা দু’পক্ষই সম্মত হয়েছে। সম্প্রতি ওমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তৌহিদ। ঢাকায় বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই বৈঠক প্রসঙ্গে বলেন, “আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভাল কর্মসম্পর্ক থাকা দরকার।”

Advertisement

অমীমাংসিত বিষয়গুলি কী, সেই বিষয়ে সবিস্তার কিছু না-বললেও ভিসা সম্পর্কিত সমস্যা সমাধানের কথা বলেন তৌহিদ। বলেন, “বিষয়টি জয়শঙ্কর ইতিবাচক ভাবে নিয়েছেন।” দুই দেশের মধ্যে বাণিজ্যের গতি ফের আগের অবস্থায় পৌঁছেছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে জয়শঙ্করের সঙ্গে কোনও কথা হয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে তৌহিদ বলেন, “সুনির্দিষ্ট কোনও আলোচনা হয়নি। তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “এটি একটি স্বতন্ত্র বিষয় এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।”

Advertisement

তৌহিদ জানান, বিদেশমন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত, বিদেশমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠকটি হয়েছিল নয়াদিল্লিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement