Donald Trump

‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’, সতর্ক করলেন ট্রাম্প! নিজের দূরদৃষ্টির প্রশংসায় ‘টেনে আনলেন’ মাস্ককে

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি দূরে নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০
Share:
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়।” একই সঙ্গে অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি দূরে নেই।” তবে তাঁর এমন পূর্বানুমানের কারণ কী, সেই ব্যাখ্যা অবশ্য দেননি ট্রাম্প।

বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধগুলি চলছে, তা বন্ধ করার আশ্বাস শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। তিনি বলেন, “এই বোকা বোকা, চলমান যুদ্ধগুলিকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না।”

Advertisement

বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এ ক্ষেত্রে তিনি তাঁর ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন। বলেন, ‘‘ইলন বলেছেন, ‘ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক।’ এটা দুঃখের যে, বহু বাবা-মা তাঁদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাঁদের বাবা-মাকে হারালেন।”

প্রসঙ্গত, বুধবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ‘একনায়ক’ বলে তোপ দেগেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, জ়েলেনস্কি সরে না-দাঁড়ালে তাঁর কোনও দেশে ঠাঁই হবে না! বুধবার সৌদি আরবে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পকে নিশানা করে জ়েলেনস্কি বলেছিলেন, ‘‘উনি এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন।’’ তার পরেই জ়েলেনস্কিকে পাল্টা তোপ দাগেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement