ফুটেজ-বন্দি: বঙ্গারু লক্ষ্মণ।
নারদ-কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে আলোচনায় উঠে আসছে দু’টি নাম— ম্যাথু স্যামুয়েল এবং বঙ্গারু লক্ষ্মণ।
ম্যাথু স্যামুয়েলের ফুটেজ সামনে আসার পরে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন বিজেপি সভাপতি বঙ্গারু। পদত্যাগ করতে হয় তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে। সে দিন কিন্তু এই ঘটনার প্রতিবাদে রেলমন্ত্রী পদ এবং এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ম্যাথু স্যামুয়েল, ১৬ বছর আগে তহেলকা ডট কমের এই সাংবাদিকের ‘স্টিং অপারেশন’-এর জেরেই ঘুষ নেওয়ার অপরাধে ৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল বঙ্গারু লক্ষ্মণের। তার পরে সেই ম্যাথুর ‘স্টিং’-এ গত বছর বিদ্ধ হয়েছেন এ রাজ্যের একাধিক মন্ত্রী-সাংসদ। বিধানসভা ভোটের ঠিক আগে ‘নারদ নিউজ’-এর হয়ে ম্যাথুর গোপন ক্যামেরায় তৃণমূলের একাধিক মন্ত্রী-সাংসদদের ঘুষ নেওয়ার ফুটেজ সামনে আসে। এ বার তদন্তের দায়িত্ব বর্তেছে সিবিআইয়ের উপরে।
আরও পড়ুন: হেল্থ ড্রিঙ্ক বানাতে তিন কোটি টাকা সাহায্য দশম শ্রেণির তিন ছাত্রকে!