মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ফাইল চিত্র।
ব্যালটে নয়, ইভিএমেই হবে নির্বাচন। ইভিএমে কারচুপির অভিযোগের মধ্যেই আজ এ কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তাঁর বক্তব্য, ব্যালটে আর ফিরবে না কমিশন। জাতীয় ভোটের দিবসের অনুষ্ঠান শুরুর আগে অরোরা বলেন, ‘‘আমি আরও একবার জানাতে চাই, ব্যালট পেপারে ফেরা হচ্ছে না। তবে সমালোচনা ও পরামর্শকে নিয়ে কমিশন আলোচনা করতে রাজি। ’’
ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে লন্ডন কাণ্ডের পরে বিরোধীরা ফের একজোট। ব্যালটে ভোট করার দাবি যেমন জোরদার হয়েছে তেমনই ইভিএম বিতর্ক নিয়ে ৪ জনের একটি কমিটিও তৈরি হয়েছে। রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন বিরোধী দলগুলির নেতারা। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের প্রস্তাব, যদি ব্যালটে ফেরা না যায়, তা হলে সব ইভিএমে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে। আর গণনার সময় ৫০% ভোট ভিভিপ্যাটের সঙ্গে মেলাতে হবে। যাতে বোঝা যায় ভোট ঠিক পড়েছে।
তবে সিপিএমের সুজন চক্রবর্তীর কটাক্ষ, এত দিন যাঁরা ইভিএম চেয়েছিলেন, তাঁরাই এখন বিপক্ষে কথা বলছেন। তিনি বলেন, ‘‘সিপিএম ভিভিপ্যাট চেয়েছিল। এখন সেটা রাখার কথাই বলছে কমিশন।’’