National News

অযোধ্যা মামলা: মধ্যস্থতাকারীদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার মধ্যস্থতাকারীদের প্যানেলকে বাড়তি সময় মঞ্জুর করতে গিয়ে বলেছে, ‘‘প্যানেল সময় চেয়েছিল। দেওয়া হল।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১১:২৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অযোধ্যার বিতর্কিত জমি আদতে কার, সে ব্যাপারে কোনও রায় দিল না সুপ্রিম কোর্ট। বরং এ ব্যাপারে যাঁরা মধ্যস্থতা করছেন, সেই প্যানেলের দাবি মেনে নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য তাদের সময়সীমা বাড়িয়ে ১৫ অগস্ট করল শীর্ষ আদালত।

Advertisement

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার মধ্যস্থতাকারীদের প্যানেলকে বাড়তি সময় মঞ্জুর করতে গিয়ে বলেছে, ‘‘আমরা জানতে চাইছি না, আপনারা কত দূর এগোলেন? সেটা আপনাদের গোপনীয় ব্যাপার। প্যানেল সময় চেয়েছিল। দেওয়া হল।’’

প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজির।

Advertisement

আরও পড়ুন- আপনারা চান না দেশে শান্তি থাকুক, অযোধ্যায় পুজোর আবেদন করায় ভর্ৎসনা শীর্ষ আদালতের

আরও পড়ুন- রাফাল মামলা: পুনর্বিবেচনার আর্জি যশবন্ত এবং শৌরির​

এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কয়েক দশকের ওই বিরোধ মেটানোর জন্য মধ্যস্থতাকারীদের একটি প্যানেল গড়ে দিয়েছিল। তার মাথায় বসানো হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এফ এম কলিফুল্লা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement