তুষারধসের সেই দৃশ্য। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।
পর্বতের ঢাল বেয়ে নেমে আসছে তুষারধস। মুহূর্তে গ্রাস করছে গোটা এলাকাকে। এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী রইল কেদারনাথ মন্দির সংলগ্ন অঞ্চল। চোরাবাড়ি হিমবাহের খাত বেয়ে কেদারনাথ মন্দিরের পিছনে আছড়ে পড়ে তুষারধসটি। গোটা ঘটনার দৃশ্যটি ধরা পড়েছে কোনও এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইন এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
কেদারনাথ মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে ঘটনাটি ঘটলেও কোনও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। যদিও প্রশাসনের তরফে এ-ও জানানো হয়েছে যে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে। রবি ও সোমবারও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। সেই রাজ্যে কমলা সতর্কতা জারি করা হচ্ছে। কিছু দিন আগে রুদ্রপ্রয়াগেরই তারসালি গ্রামের কাছে ১০৯ নম্বর জাতীয় সড়কের উপর ধস নেমে যান চলাচল বন্ধ হয়ে যায়।