Tejaswi Yadav

আস্থাভোটের আগে তেজস্বীর বাড়িতে পাকিস্তানি গায়কের গানে মাতলেন আরজেডি বিধায়কেরা

ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুন জ্বলছে। চারধারে বসে রয়েছেন তেজস্বীরা। গিটার বাজিয়ে পাকিস্তানের গায়ক নুসরত ফতে আলি খানের গান করছেন বিধায়কেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩
Share:

আরজেডি বিধায়কদের সঙ্গে গান-গল্পে ব্যস্ত তেজস্বী যাদব। ছবি: এক্স।

১২ ফেব্রুয়ারি, সোমবার বিহার বিধানসভায় আস্থাভোট। তার আগে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়কেরা হাজির হলেন তেজস্বী যাদবের পটনার বাসভবনে। শনিবার রাতে সেখানে গান-আড্ডায় মাতলেন তাঁরা। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, গিটার বাজিয়ে পাকিস্তানি গায়কের গান করছেন আরজেডি বিধায়কেরা।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুন জ্বলছে। চারধারে বসে রয়েছেন তেজস্বীরা। গিটার বাজিয়ে পাকিস্তানের গায়ক নুসরত ফতে আলি খানের গান করছেন বিধায়কেরা। রয়েছেন আরজেডি বিধায়ক চেতন আনন্দ, ইউসুফ সালাউদ্দিন, অনিরুদ্ধকুমার যাদব, মুকেশকুমার যাদব। সোমবার পর্যন্ত তেজস্বীর পাঁচ নম্বর দেশরত্ন মার্গের বাংলোতেই থাকছেন তাঁরা।

গত মাসে ‘মহাগঠবন্ধন’ ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার পর আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সোমবার নতুন এনডিএ সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। ওই দিনই বিহার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। তার মধ্যে এনডিএর রয়েছে ১২৮টি আসন। ম্যাজিক ফিগারের থেকে যা ছ’টি বেশি। আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিআইএমএল, সিপিএমের ‘মহাগঠবন্ধন’-এর হাতে রয়েছে ১১৪টি আসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement