Fire Incident in Rajkot

হোলির অনুষ্ঠান চলার সময় রাজকোটের আবাসনে আগুন! ঝলসে মৃত্যু অন্তত তিন জনের, উদ্ধার করা হল ৫০ জনকে

হোলির অনুষ্ঠানের মধ্যেই বিপর্যয়। গুজরাতের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে মৃত্যু হল অন্তত তিন জনের। ওই আবাসনের ভিতরে থাকা ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:১৮
Share:

রাজকোটের আবাসনে আগুন লেগে মৃত্যু হল অন্তত তিন জনের। —প্রতীকী চিত্র।

হোলির অনুষ্ঠানের মধ্যেই বিপর্যয়। গুজরাতের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে মৃত্যু হল অন্তত তিন জনের। আহত হয়েছেন এক জন। সংবাদ সংস্থা পিটিআই জানায়, এই ঘটনার সময় ওই আবাসনের ভিতরে বেশ কয়েক জন আটকে পড়েন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পরে দমকল আবাসনের ভিতর থেকে ৫০ জনকে নিরাপদে বাইরে বার করে আনে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায় আবাসনের একাংশে। খবর দেওয়া হয় দমকলকে। ভিড় সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলবাহিনী। ঘণ্টা দেড়েক পরে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্সও।

তবে কী কারণে ওই বহুতল আবাসনে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুনের উৎপত্তিস্থল আবাসনের সাততলা। তার পর অন্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই আবাসন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। বহু মানুষ ভিড় জমিয়েছেন আবাসনটির সামনে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement