Assembly Election 2022

Assembly Election 2022: চার রাজ্যের মুখ্যমন্ত্রী বাছতে শাহ, রাজনাথ, নির্মলাদের পর্যবেক্ষক নিযুক্ত করল বিজেপি

এ বারের বিধানসভা ভোটে বিজেপি-র তিন মুখ্যমন্ত্রী— উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, গোয়ার প্রমোদ সবন্ত এবং মণিপুরের এন বীরেন সিংহ জিতলেও হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের পুষ্কর সিংহ ধামী। ফলে হিমালয় ঘেরা ওই রাজ্যে এ বার মুখ্যমন্ত্রী পদে নতুন কোনও মুখকে দেখা যেতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ২২:০৯
Share:

অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

পাঁচ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে চারটিতেই জিতেছে বিজেপি। সোমবার ওই চার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের আনুষ্ঠানিকতা পূরণের জন্য পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষকদের নাম ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সংসদীয় বোর্ড। নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠক ডেকে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া তদারক করবেন তাঁরা। তালিকায় রয়েছেন, অমিত শাহ, রাজনাথ সিংহের মতো প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যেরা।

উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্বে পেয়েছেন, অমিত। তাঁর সহকারী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। রাজনাথ উত্তরাখণ্ডের দায়িত্ব পালন করবেন। ওই রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় তাঁর সহকারী বিজেপি সাংসদ মীনাক্ষী লেখী।

Advertisement

প্রসঙ্গত, এ বারের বিধানসভা ভোটে বিজেপি-র তিন মুখ্যমন্ত্রী— উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, গোয়ার প্রমোদ সবন্ত এবং মণিপুরের এন বীরেন সিংহ জিতলেও হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের পুষ্কর সিংহ ধামী। ফলে হিমালয় ঘেরা ওই রাজ্যে এ বার নতুন কোনও মুখ্যমন্ত্রীকে দেখা যেতে পারে। ধামী মন্ত্রিসভার সদস্য ধন সিংহ রাওয়তের পাশাপাশি রাজ্যসভার সদস্য অনিল বলুনী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভট্ট, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এবং সতপাল মহারাজের নাম রয়েছে সেই তালিকায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মণিপুরের দায়িত্ব দিয়েছে বিজেপি সংসদীয় বোর্ড। তাঁর সহকারী হয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। গোয়ায় দলীয় পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান রয়েছে তাঁর সহকারীর ভূমিকায়। বিজেপি-র একটি সূত্র জানাচ্ছে, উত্তরপ্রদেশ, গোয়া এবং মণিপুরে বিদায়ী মুখ্যমন্ত্রীদেরই পুনর্বহাল করা হবে। শীঘ্রই শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রী মনোনয়নের ওই প্রক্রিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement