Assembly Elections 2018

স্বৈরাচারের অভিযোগ তুলে রাজস্থানে ভোটের মুখে বিজেপি ত্যাগ বিতর্কিত বিধায়কের

সোমবারই দল থেকে পদত্যাগ করেন আহুজা। রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি। এ বার রামগড় থেকে জ্ঞানদেবের পরিবর্তে নির্বাচনে লড়ার জন্য সুখবন্ত সিংহের নাম ঘোষণা করেছে বিজেপি। তার পরেই তিনি পদত্যাগ করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ২২:০৫
Share:

মুখ খুললেই তিনি খবরের শিরোনামে। কখনও বলেছিলেন, জেএনইউ দেশদ্রোহীদের আখড়া। কখনও আবার বলেছিলেন, যারা গো-হত্যা ও গরু পাচার করে, ধরা পড়লে মরতে হবে তাদের। তিনি রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। আর ভোটের আগে ফের খবরের শিরোনামে এই বিজেপি বিধায়ক। এ বার শিরোনামে এলেন বিজেপির বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তুলে দল ছাড়ার কারণে।

Advertisement

সোমবারই দল থেকে পদত্যাগ করেন আহুজা। রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি। এ বার রামগড় থেকে জ্ঞানদেবের পরিবর্তে নির্বাচনে লড়ার জন্য সুখবন্ত সিংহের নাম ঘোষণা করেছে বিজেপি। তার পরেই তিনি পদত্যাগ করলেন।

যদিও এই পদত্যাগের কারণ হিসেবে দলের ‘স্বৈরাচারী আচরণ’কে দায়ী করেছেন আহুজা। তাঁর দাবি, “বিজেপি-র স্বৈরাচারের প্রতিবাদে দলের সদস্যপদ অস্বীকার করছি আমি।’’ তাঁর কথায়: ‘‘রামজন্মভূমি, গো-রক্ষা এবং হিন্দুত্বের মতো বিষয়গুলোকে সামনে রেখে স্বাধীন ভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

আরও পড়ুন: গরু পাচার করলে মরতে হবে, হুমকি বিজেপি বিধায়কের

আরও পড়ুন: আগে মন্দির পরে সরকার,’ লোকসভা ভোটের আগে নয়া স্লোগান শিবসেনার​

আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement